তারিখ : ২১ - ০৬ - ২০১৩
কালিহাতি , টাঙ্গাইল

প্রিয় ড্যানী ,
শুরুতে আমার আন্তরিক ভালােবাসা ও শুভেচ্ছা রইল । প্রবাস জীবন হলেও আশা করি ভালােই আছো । আমার অবস্থাও বেশ  ভালাে । বাঙালি জাতি যে কোনাে অংশেই দুর্বল নয় , তা অনেকেই অনেকবার প্রমাণ করেছে । বিষয়টি আরেকবার প্রমাণ করলেন । নােবেল শান্তি পুরস্কার ' ০৬ , বিজয়ী ড . মুহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক । ব্যাংকিং ব্যবস্থায় ড . মুহম্মদ ইউনুসের প্রবর্তিত ক্ষুদ্র ঋণ ' ব্যবস্থা দরিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক সমদ্ধি অর্জনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার যে পথ প্রদর্শন করেছে তা সত্যিই বাঙালির জন্য গর্বের বিষয় । নােবেল কমিটি তাকে এবং তার প্রতিষ্ঠানকে ২০০৬ সালে শান্তি পুরস্কারে ভূষিত করে নােবেল শান্তি পুরস্কার প্রদানের যেমন নবতর ব্যাখ্যা সৃষ্টি করেছে তেমনি বাঙালি জাতিকেও যথোপযুক্ত সম্মানে বিভূষিত করেছে । বিষয়টি নিয়ে আমি সত্যিই গর্ব অনুভব করি । কারণ আমি একজন শান্তিকামী মানুষ এবং মনে - প্রাণে বাংলাদেশি । এদেশের একজন মানুষ এমন বিরল সম্মান পাওয়া মানে আমাদের সবারই সম্মান পাওয়া । জানি না এ বিষয়ে তােমার প্রতিক্রিয়া কী ! পারলে জানিও ।

আজ আর বিশেষ কিছু লিখলাম না । ভালাে থেকো ।


ইতি
তোমার বন্ধু
রাশেদ