তারিখ : ১৯ ডিসেম্বর ২০১১

বরাবর
অধ্যক্ষ
ফেনী সরকারি মহিলা কলেজ
ফেনী ।

বিষয় : মহান বিজয় দিবস উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন পেশ প্রসঙ্গে ।

জনাব ,
আপনার ১৭ ডিসেম্বর ২০১১ তারিখে প্রদত্ত স্মারক নং সা , ১০ / ১৩ পত্রের মাধ্যমে আদিষ্ট হয়ে গত ১৪ ডিসেম্বর অত্র কলেজে । অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানের উপর একটি প্রতিবেদন প্রস্তুত করি । উক্ত প্রতিবেদনটি আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করছি ।

নিবেদক
ফরহাদ আহমেদ

ফেনী সরকারি মহিলা কলেজে মহান বিজয় দিবস উদযাপিত

গত ১৬ ডিসেম্বর ফেনী সরকারি মহিলা কলেজের ছাত্রী সংসদের আয়ােজনে উদযাপিত হয়ে গেল মহান বিজয় দিবস । স্নিগ্ধ সকালের নরম রােদে মােহনী পরিবেশে কলেজের ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বের হয় এক আকর্ষণীয় র্র্যালি । এতে কলেজের অধ্যক্ষাসহ অন্যান্য শিক্ষক - শিক্ষিকারাও অংশগ্রহণ করেন । উক্ত র্র্যালিতে  অংশগ্রহণকারী ছাত্রীদের মধ্যে কারাে কারাে হাতে ছিল রঙিন ব্যানার ও ফেস্টুন । এসব ব্যানারের কোনাে কোনটিতে লেখা ছিল মহান বিজয় দিবস অমর হােক কিংবা বাংলাদেশ দীর্ঘজীবী হােক ইত্যাদি । কলেজ ক্যাম্পাসসহ আশপাশের উল্লেখযোগ্য কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে র্র্যালিতে অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত স্থান কলেজের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এসে শেষ হয় । এরপর কলেজের অধ্যক্ষ হাবিবা খাতুন অভ্যাগত অতিথিদের নিয়ে মিলনায়তন মঞ্চে আসন গ্রহণ করেন । আমন্ত্রিত অতিথি ও অভিভাবকগণ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল ন ' টার মধ্যেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় । ইসলামি শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মুনিয়া তাবাসসুমের সুললিত কষ্ঠ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান । আলােচনা অনুষ্ঠান শুরু হয় অধ্যক্ষার শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে । কলেজের ছাত্রী সংসদের সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা মাহজাবীন বৃষ্টির প্রাণবন্ত উপস্থাপনায় একে একে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুক্তিযােদ্ধা মাহবুব হাসান তালুকদার , মুক্তিযােদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত সদস্য ড. আজমল হায়দার , কলেজের ছাত্রী সংসদের ভি.পি ইসরাত জাহান পাপিয়া । বক্তারা প্রত্যেকেই তাদের বক্তব্যে অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতার মূল চেতনাকে জাতীয় উন্নয়নের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন । এরপর অধ্যক্ষ মহােদয়ের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের অনুষ্ঠান ।

দশ - পনের মিনিটের বিরতিশেষে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব । কবিতা আবৃত্তি , একক ও দলীয় সঙ্গীত নাট্যাভিনয় এবং নৃত্য পরিবেশনের সমন্বয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানের এ পর্বটি । এ পর্বের অনুষ্ঠানে অংশগ্রহণ করে - সুমি , কেয়া , নান্দী , পারিজাত ও অন্যান্যরা । উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কলেজের অধ্যক্ষা হাবিবা খাতুন । প্রাণস্পন্ধন জাগানাে এই অনুষ্ঠান উপস্থিত সকলেরই অকুণ্ঠ প্রশংসা অর্জন করে ।

প্রতিবেদকঃ ফরহাদ আহমেদ